ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

কুষ্টিয়ায় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার

কুষ্টিয়ায় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার

নিউজ ডেস্ক:    কুষ্টিয়া শহরের মজমপুর গেট সংলগ্ন মজমপুর জামে মসজিদের সামনে থেকে ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম।


রবিবার (১১ মে) সন্ধ্যার পরে এই পাখিগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, তারেক নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক তার অটোতে করে শ্যামলী পরিবহনের বাসে তুলে দেওয়ার জন্য পাখিগুলো নিয়ে আসেন। 

অটোচালক তারেক জানান, চঞ্চল নামে ভেড়ামারা উপজেলার নয়মাইল কাচারি এলাকার একজন পাখি ব্যবসায়ী ২০০ টাকা ভাড়া দিয়ে শালিকগুলো পাঠিয়েছেন এবং শ্যামলী পরিবহনের বাসে তুলে দিতে বলেছেন।

এ সময় স্থানীয় পাভেল রহমান নামে একজন ব্যবসায়ী বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে। পরে বন বিভাগ এর সদস্যরা এসে ৪০টি শালিকসহ অটোচালককে আটক করে বন বিভাগের অফিসে নিয়ে যায়। এরপর মুচলেকা নিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন

পাখিগুলোকে আজ (সোমবার) দিনের বেলায় অবমুক্ত করার কথা রয়েছে। 

বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের (বিবিসিএফ) সহ-সভাপতি শাহাব উদ্দিন মিলন, কুষ্টিয়া টিমের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক মীর কুশল, বন বিভাগ কুষ্টিয়ার মিলন ও সোনা সাত্তার উদ্ধার অভিযানে অংশ নেন।

এর আগে গত ১৯ এপ্রিল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযান চালিয়ে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার করেছে বন বিভাগ এবং বিবিসিএফ কুষ্টিয়া টিমের সদস্যরা । পাখিগুলোর মধ্যে ছিল- ১টি ঝুঁটি শালিক, ২টি দেশি টিয়া, ৬টি চন্দনা টিয়ার বাচ্চা, ৫টি দেশি ময়না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ ২ জনের

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদন্ড

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি

আনচেলত্তিকে কোচ ঘোষণা করলো ব্রাজিল; দায়িত্ব লা লিগা শেষে