ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

সিলেটে আদালতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীর আত্মসমর্পণ

সিলেটে আদালতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক: সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। 

সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আত্মসমর্পণকারীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

এদিকে আদালতে আত্মসমর্পণ করতে আসা নেতাকর্মীদের হেনস্থা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়। চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।

এক মামলার বাদী জাহাঙ্গীর আলম রিপন বলেন, ‘তার মামলার নাম উল্লেখ করা ৪৮ জনসহ আড়াই শতাধিক আসামির মধ্যে তিনজন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত কারও জামিন আবেদন মঞ্জুর করেননি।’

আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন বলেন, ‘পাঁচ মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ ২ জনের

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদন্ড

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি

আনচেলত্তিকে কোচ ঘোষণা করলো ব্রাজিল; দায়িত্ব লা লিগা শেষে