ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বগুড়ার ধুনটে অপহৃত স্কুলছাত্রীকে আটক রেখে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার ধুনটে অপহৃত স্কুলছাত্রীকে আটক রেখে ধর্ষণের অভিযোগে মামলা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শহড়াবাড়ি গ্রামের এক কৃষকের মেয়ে (১৫) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে সিয়াম (১৮) ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে সিয়াম বিভিন্নভাবে উত্যক্ত করে।

এ অবস্থায় ২০২৪ সালের ৪ নভেম্বর দুপুর ১টায় স্কুলছাত্রী বাড়িতে ফেরার জন্য বিদ্যালয় থেকে বের হয়। এ সময় বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছুলে সিএনজি চালিত অটোরিকশায় স্কুলছাত্রীকে অপহরণ করে সিয়াম ও তার লোকজন। অপহরণের পর অজ্ঞাত স্থানে আটকে রেখে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে সিয়াম। 

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ১২ নভেম্বর বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় সিয়ামসসহ ৫ জনকে আসামি করা হয়। আদালত মামলটি শুনানিশেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন। 

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে মামলাটি থানায় রেকর্ডভুক্ত করে একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২টায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, রোববার রাতে মামলাটি রেকর্ডের পর আসামিদের গ্রেফতার ও অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ সেতু নির্মাণ হলে বদলে যাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা

জয়পুরহাটের ক্ষেতলালে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

বগুড়ার শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের চার নেতা গ্রেফতার