ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ভরা বর্ষাতেও খরায় পুড়ছে বোদা : আমন চাষিরা বিপাকে

ভরা বর্ষাতেও খরায় পুড়ছে বোদা : আমন চাষিরা বিপাকে

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : আষাঢ়-শ্রাবণ মাস বর্ষার ভরা মৌসুম তবুও দেখা মিলছে না বৃষ্টির। তীব্র খরা ও অনাবৃষ্টিতে জমিতে পানি না জমায় আমন চারা রোপণ করতে পারছেন না চাষিরা। এদিকে আমন ধান রোপণের সময় বিলম্ব হয়ে পড়ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছে বোদা উপজেলার কৃষকরা।

জানা যায়, এ অঞ্চলের কৃষকরা আমন রোপণ করেন সাধারণত আষাঢ় মাসের ১৫ থেকে ২০ তারিখের পর থেকেই। তবে চলতি বছরে আষাঢ়ের শুরুর দিকে সামান্য বৃষ্টিতে অল্পকিছু কৃষক চারা রোপণ করলেও বর্তমানে তাদের ধানের চারা শ্যালো মেশিনের পানি দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। অন্যদিকে যারা রোপণ করেননি তারা রয়েছেন দুশ্চিন্তায়।

অনেকেই এখন বাধ্য হয়ে বৈদ্যুতিক পাম্প ও শ্যালো মেশিন দিয়ে সেচের মাধ্যমে চারা রোপণ করতে শুরু করেছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাবে বলে জানিয়েছেন কৃষকরা। আবহাওয়ার বৈরি প্রভাবে আমন চাষে শঙ্কিত এ জেলার কৃষক। আষাঢ় শেষে শ্রাবণ মাস চললেও এ অঞ্চলে ভারি বৃষ্টির দেখা নেই। দিনের বেলা প্রচন্ড তাপপ্রবাহে শুকিয়ে গেছে বোদা উপজেলার ধানের জমিগুলো।

এ বিষয়ে উপজেলার সর্দারপাড়ার বাসিন্দা কৃষক রেজাউল করিম বলেন, আষাঢ়ের মাঝামাঝি সময় থেকে হালকা বৃষ্টির পানি ছিলো জমিতে, তা দিয়েই চারা রোপণ করেছেন। কিন্তু কিছু উঁচু জমিতে রোপণ করতে পারেননি। রোপনকৃত জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে আর যে সব জমিতে চারা রোপণ বাকি আছে তাতে সেচ দিয়ে লাগাতে হবে তা ছাড়া কোন উপায় নাই।

বোদা পৌর এলাকার তিতোপাড়ার কৃষক রফিকুল জানান, গত বছর ১৫ আষাঢ়ের মধ্যে আমন চারা রোপণ করেছিলেন। তবে এবার জমিতে পানি না জমায় এখনও হালচাষ করতে পারেননি। সময়মতো চারা রোপণ করতে না পারলে ফলন কম হওয়ার শঙ্কা রয়েছে।

আরও পড়ুন

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় থাকায় পঞ্চগড়ে ভারি বৃষ্টি এখনও হয়নি। তবে জেলার বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আগামী সপ্তাহে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আহম্মেদ রাশেদ-উন-নবী বলেন, বোদা উপজেলাতে কিছু জমি রয়েছে উঁচু, আবার কিছু মাঝারি উঁচু-মাঝারি নিচু। মাঝারি উঁচু-নিচু জমিগুলোতে কিছু সমস্যা দেখা দিচ্ছে। সবসময় কৃষকদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

জমিগুলোতে হালকা সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। পানি উন্নয়ন বোর্ডের সেচ ক্যানেলে পানি সরবরাহের মাধ্যমেও কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। আমন চাষের যথেষ্ট সময় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ভারি বৃষ্টি হলে পুরোদমে আমন চাষ শুরু হবে।

তিনি জানান, এবার বোদা উপজেলায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চাষিদের চারাগুলো লাইন করে লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এসময় বোরোর মতই আমনেরও বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

মিনিস্টারের নতুন উদ্ভাবন- ‘টোকা দিলেই খুলবে ফ্রিজ’   

জি এম কাদের, পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বৃষ্টিভেজা সন্ধ্যায় বানিয়ে নিন মজাদার চিকেন পাকোড়া

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুণ চন্দ্র বর্মণ নামে এক যুবকের মৃত্যু

১.৫ ও ২ টন নতুন মডেলের দুইটি ইনভার্টার এসি বাজারজাত করছে মাইওয়ান