কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুণ চন্দ্র বর্মণ নামে এক যুবকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুণ চন্দ্র বর্মণ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাতীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অরুণ চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল সোমবার সকালে অরুণ চন্দ্রের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এসময ঘরের উপরে থাকা বিদ্যুৎ সংযোগের তার খুলে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন