বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, ঘটনার দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার জিয়ানগর বাজার এলাকায় নেশাজাতীয় ট্যাপেন্টাডল বিক্রয়ের জন্য অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো দুপচাঁচিয়া ঝাঝিড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৪৫) ও জোব্বার সরদারের ছেলে হাকিম সরদার (৪০)। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে। ঐ দিন রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আরও পড়ুনপুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন