ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

২২ মে বাজারে আসবে নওগাঁর আম

২২ মে বাজারে আসবে নওগাঁর আম। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : আগামী ২২ মে বাজারে আসবে নওগাঁর আম। আজ সোমবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ সংক্রান্ত সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই সময়সূচি ঘোষণা করেন। বৈঠকে আম চাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওইদিন থেকে কেবল গুটি বা স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। তবে সুস্বাদু আম খেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। নওগাঁয় সবচেয়ে বেশি উৎপাদিত হয় আম রুপালি। তা আসবে ১৮জুন। আর জিআই স্বীকৃতি পাওয়া নওগাঁর নাক ফজলি আম পাওয়া যাবে ৫ জুন।

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী চলতি মাসের ২২মে থেকে গুটি বা স্থানীয় জাতের আম, ২৮মে থেকে গোপালভোগ, ২জুন ক্ষীরসাপাত ও হিমসাগর, ৫জুন নাক ফজলি, ১০জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৮জুন আম রুপালি, ২৫জুন ব্যানানা ম্যাংগো এবং আগামী ১০জুলাই থেকে আর্শ্বিনা, বারি-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

এছাড়া নাক ফজলি, বারি-৪, গৌড়মতি, ব্যানানা ম্যাংগো ব্যাপক পরিমাণে চাষ হয়ে থাকে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ জেলার সকল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার, সকল উপজেলার কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও আম চাষী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু