নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আলহাজ কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
গত রোববার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজার থেকে তাকে আটক করে যৌথবাহিনী। এসময় দেশি লাঠি, রড উদ্ধার করে। আটককৃত আলহাজ আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুনসিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন