গাইবান্ধার সাদুল্যাপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র্যাব সদস্যের মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দরকার।
এর আগে গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
ওসি তাজউদ্দিন খন্দরকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আবু বক্কর সিদ্দিক গত রোববার রাতে মোটরসাইকেলে সহকর্মীর সাথে ক্যাম্পে ফিরছিলেন। তারা সাহার বাজার পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে দু’জনই আহত হন।
আরও পড়ুনতাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন