মনোহরদীততে ইটবোঝাই ট্রলি উলটে চালক নিহত

নরসিংদীর মনোহরদীত ইটবোঝাই ট্রলি উলটে এর নিচে চাপা পড়ে রুবেল মিয়া (৩৩) নামে একজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে ট্রলির শ্রমিক।
আজ মঙ্গলবার (১৩ মে ) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।
পেশায় ট্রলি চালক রুবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আর আহত হৃদয় বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে যাচ্ছিলেন চালক রুবেল। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উলটে যায়। এ সময় চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুনদুর্ঘটনার সময় ট্রলি থেকে লাফিয়ে নামার সময় হৃদয় মিয়া আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের লাশ উদ্ধার করেন।
মনোহরদী থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন