আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ মে) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনূর কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লাকে গত রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় আশুলিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনগ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন