ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে : কার্দাশিয়ান

মার্কিন তারকা কিম কার্দাশিয়ান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : গভীররাতে একদল দুষ্কৃতকারী ঢুকে পড়ে কিম কার্দাশিয়ানের হোটেলের রুমে। ধর্ষণ ও মৃত্যুভ পেয়েছিলেন মার্কিন তারকা। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা কিম কার্দাশিয়ান নিজেই জানিয়েছেন।

গত ২০১৬ সালের ঘটনা, প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হোটেল রুমে হঠাৎ ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতকারী। ঢুকেই কিমের দিকে বন্দুক তাক করেছিল তারা। কার্দাশিয়ানের কাছ থেকে সেই রাতে ৬০ লাখ ডলারের গহনা ছিনিয়ে নিয়েছিল তারা। সম্প্রতি প্যারিসের আদালতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন মার্কিন তারকা। দুষ্কৃতকারীরা যে শুধু চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে বুঝতে পারেননি কিম।

রাতে কিমের পরনে ছিল শুধুই একটি তোয়ালে। দুষ্কৃতকারীরা ঢুকেই তার মুখ বেঁধে দিয়েছিল। কিম বলেছেন, ‘আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। মনে হয়েছিল,আজই আমার মৃত্যু হবে।’ মডেলের অভিযোগ মতে, একাধিক দুষ্কৃতকারী ছিল। তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। প্রথমেই কিমের ঘরে ঢুকে তার হাতে হাতকড়া পরিয়েছিল। একজন দুষ্কৃতকারী কিমকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কানে এসেছিল অভিনেত্রীর। তখন কিমের মনে হয়েছিল, হয়তো কোনও সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন তিনি। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে খামার থেকে লুটে নেয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে : মির্জা আব্বাস

 হবিগঞ্জে সাপের কামড়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নির্বাচন কমিশনের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রতীক্ষা শেষে পরপর দু’দিন দুই চ্যানেলে গাইবেন টুশি

‘অশিক্ষিত এমডি’তে মোশাররফ করিমের সঙ্গে শাকিলা পারভীন