ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

অভিষেকের এই দিনে

চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়িকা তামান্না

অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়িকা তামান্না’র সিনেমায় অভিষেক হয়েছিলো আজকের দিনে।

১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পেয়েছিলো পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।

অন্যদিকে একইদিনে মুক্তি পেয়েছিলো চিত্রনায়িকা তামান্না (একক নায়িকা) অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ সিনেমাটি। এতে তামান্নার বিপরীতে অভিনয় করেছিলেন সেই সময়ের তুমুল জনপ্রিয় ও ব্যস্ত নায়ক অ্যাকশান কিং রুবেল। পূর্ণিমা অভিনীত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় পূর্ণিমা ও রিয়াজের লিপে ‘শতবার পৃধিবীতে আসবো আমি, তোমাকেই শুধু ভালো বাসবো আমি, তারপরও জানি ভরবেনা মন, আবারো চাইবো আমি নতুন জীবন’ গানটি এখনো বেশ জনপ্রিয়। গানটি গেয়েছিলেন মিতালী মুখার্জি ও কুমার শানু। ‘ভণ্ড’ সিনেমায় রুবেল ও তামান্নার লিপে সেই সময়ে জনপ্রিয়তা পায়ে ‘ও সাথীরে আমারই জীবন শুধু তুমি, আমারই মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না’।

গানটি গেয়েছিলেন অ্যাণ্ড্রু কিশোর ডলি সায়ন্তনী। ‘এ জীবন তোমার আমার’ মুক্তির পর থেকে সিনেমাতেই নিয়মিত অভিনয় করে করে পূর্ণিমা হয়ে উঠেন দর্শকের প্রিয় নায়িকা। বাংলাদেশের চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকাতে পরিণত হন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমাতে অভিনয়ের জন্য। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ পরিচালিত‘ আহারে জীবন’। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। অন্যদিকে চিত্রনাকিা তামান্না পরবর্তীতে আরো বেশকিছু সিনেমাতে অভিনয় করলেও একসময় তিনি সুইডেনে পাড়ি জমান। সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যদিওবা তামান্না সুইডেন-এ পড়াশুনা কালীন সময়েই ছুটিতে ঢাকায় এসে প্রথমে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে সিনেমাতে অভিনয় করেন। সেই সময় তামান্নাও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন। কিন্তু একসময় সিনেমার জগত ছেড়ে পাড়ি জমান সুইডেন- এ। তামান্না অভিনীত সর্বশেষ সিনেমা ছিলো ‘পাগল তোর জন্যরে’।

এরপর বিগত আট বছরেরও বেশি সময়ে তাকে আর কোনো সিনেমায় তাকে অভিনয়ে দেখা যায়নি। অবশ্য এরপর আর দেশেও আসেননি তিনি। এদিকে চিত্রনায়িকা পূর্ণিমা নিয়মিত সিনেমাতে অভিনয় করার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। উপস্থাপনাতেও পূর্ণিমা ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। মাছরাঙ্গা টিভিতে রান্না বিষয়ক অনুষ্ঠানের বিচারক হিসেবেও এই সময়ে কাজ করছেন তিনি। অভিনয় জীবনের শুরুতে পূর্ণিমা যতোটা জনপ্রিয় ছিলেন সময়ের বিবর্তনে পূর্ণিমা যেন আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। এর একমাত্র কারণে পরবর্তীতে আরো ভালো গল্পের সিনেমাতে প্রাণবন্ত অভিনয় করা এবং অভিনয়েই নিয়মিত থাকা। হয়তো দেশে থাকলে তামান্নার ক্ষেত্রেও ঠিক তাই হতো।

আরও পড়ুন

পূর্ণিমা বলেন,‘ আমি সবসময়ই দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে সবসময় তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সিনেমাতে অভিনয়ের জন্য, বিজ্ঞাপনে মডেল হিসেব কাজ করার জন্য এবং পরবর্তীতে উপস্থাপনার জন্যও দর্শকের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। দর্শকের ভালোবাসাই আমার অনেক অনুপ্রেরণা। অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করেছি। তারা আমাকে তাদের স্নেহ ভালোবাসায় রেখেছেন সবসময়। মিস করি নায়ক রাজ রাজ্জাক আঙ্কেল’সহ অনেককেই।’

তামান্না বলেন,‘ দেশকে দেশের মানুষকে সবসময়ই আমি মিসকরি। খুউব ইচ্ছে করে দেশে আসতে। কিন্তু যেহেতু আমি এখানে একটা নিয়মের মধ্যে চলি, তাই চাইলেও দেশে আসা যায়না। ইচ্ছে করে আবারো ক্যামেরার সামনে দাঁড়াতে। তারপরও দর্শকের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, এটা অনেক বড়প্রাপ্তি।’

উল্লেখ্য, ভণ্ড’র আগে সাইফুল আজম কাশেম পরিচালিত ‘ত্যাজ্যপুত্র’ সিনেমাতে বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেছিলেন। এতে প্রধান নায়ক নায়িকা ছিলেন ওমর সানী মৌসুমী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা