ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন রোস্টন চেজ। নিজের ৫০তম টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। অবশ্য তার ৪৯তম টেস্টটিও হয়েছে প্রায় ২ বছরেরও বেশি সময় আগে! এই সময়ে ক্যারিবিয়ানরাও টেস্ট খেলেছে ১৩টি।
চেজ এর আগেও ক্যারিবিয়ানদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। লাল বলের অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজ। তার হোমগ্রাউন্ড ব্রিজটাউনে সেটা শুরু হবে ২৫ জুন। তার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জোমেল ওয়ারিক্যান। এই টেস্ট সিরিজ আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন ২০২৫-২৭ চক্রে দুই দলের প্রথম টেস্ট।ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ৬ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বিস্তারিত মূল্যায়নের পরই চেজকে বেছে নেওয়া হয়েছে। সেই মূল্যায়নের অংশ ছিল মানসিক শক্তিমত্তা যাচাই।
বাকি প্রার্থীরা হলেন- জন ক্যাম্পবেল, টেভিন ইমলাচ, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস ও ওয়ারিক্যান। অন্যদিকে, শাই হোপ বলেছেন, তাকে এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে বিবেচনা না করতে। সাদা বলের ফরম্যাটে দায়িত্বে থাকায় সেখানেই মনোযোগী থাকতে চান তিনি।
গত মার্চে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। চেজ তারই স্থলাভিষিক্ত হয়েছেন। ব্র্যাথওয়েট ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিয়েছেন ৩৯ ম্যাচে। তার মধ্যে তারা জিতেছে মাত্র ১০টি, হেরেছে ২২টি এবং ড্র হয়েছে ৭টি ম্যাচ।
মন্তব্য করুন