ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত

শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত শুধু হিটু শেখ । ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : আলোচিত মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, বাকিরা খালাস পেয়েছেন। এ রায়ে সন্তুষ্ট নয় আছিয়ার পরিবার। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আজ শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশে দিয়ে রায় ঘোষণা করেন। মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়।এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চার আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেয়া হয়। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে।

আরও পড়ুন

এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুল্কে ফিরল স্বস্তি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিল ও লক্ষাধিক টাকাসহ আটক ১

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক