বগুড়ায় ধর্ষণ মামলার আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ধর্ষণের মামলায় সৈকত (২৫) নামে যুবককে চট্রগ্রামের বাইজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। করেছে বগুড়া সদর থানার পুলিশের একটি টিম গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সৈকত দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসমানপুর বাজার সংলগ্ন (চক বাউনিয়া বিশ্বনাথপুর) এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলা সদরের সুমাইয়া আক্তার আইরিন (২১) গত ৪ জুলাই বগুড়া সদর থানায় দায়ের করা মামলার আর্জিতে উল্লেখ করেন যে, সৈকত তাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রায় দেড় বছর আগে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এরপর পুরান বগুড়ার জনৈক বাদশা’র বাড়িতে যাতায়াত করে এবং তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে। এমতাবস্থায় গত ২০২৪ সালের ৯ আগস্ট গভীররাতে বাদশার বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এতে তিনি অন্ত:সত্ত¦া হয়ে পড়েন। অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য সে বিভিন্নভাবে তাকে ভয়-ভীতি ও হুমকী দিতে থাকে।
আরও পড়ুনএদিকে তার গর্ভের সন্তান বড় হতে থাকলে গত ২২ মে ভোরে সৈকত ও তার সহযোগিরা তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করে। এতে রাজি না হলে তারা তাকে এলোপাথারিভাবে মারপিট করে আহত করে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে চলে যায়।
পরবর্তীতে গত ২৮ জুন সুমাইয়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে একটি কন্যা সন্তান প্রসব করেন। তিনি তাকে ধর্ষণ ও সন্তানের পিতৃ পরিচয় দাবিসহ বিচার দাবি করেন।
মন্তব্য করুন