ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে গাছের গুড়ির নিচে চাপা পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার ধুনটে গাছের গুড়ির নিচে চাপা পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় কাটা গাছের গুড়ির নিচে চাপা পড়ে আব্দুর রহিম (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ মে বিকেল সাড়ে ৪টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই এলাকার কালের পাড়া ইউনিয়নের হেউডনগর গ্রামের মেজাত প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামে একটি বাগান থেকে গাছ কেটে গাছের গুড়ি পরিবহনের জন্য অটোভ্যানে তুলতে ছিলেন আব্দুর রহিম ও তার লোকজন। এ সময় অসাবধানতায় আব্দুর রহিম গাছের গুড়ির নিচে চাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে আব্দুর রহিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় আব্দুর রহিমের মৃত্যু হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আইনী প্রক্রিয়া শেষে আব্দুর রহিমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১০ ফুট উঁচু থেকে লাফ দিলেন হিমি

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টেশন ছাড়াই থামে ট্রেন

বাফুফের সভায় উঠছে গঠনতন্ত্র সংশোধনের খসড়া

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন

বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় ঢাকা থেকে ৫ ডাকাত গ্রেফতার