ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে অটোচালক সাব্বির বিশ্বাস হত্যা মামলায় আশিক শেখ (১৬) নামে এক কিশোরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত আসামি আশিক শেখ জেলার কোতয়ালী থানার লোকমান খাঁ ডাঙ্গী গ্রামের মজিবর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। 

আরও পড়ুন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ এপ্রিল বিকেলে অটোরিকশায় করে যাত্রী নিয়ে বের হয় ফরিদপুর জেলার কোতয়ালী থানার আছরউদ্দিন মুন্সীর ছেলে সাব্বির বিশ্বাস। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে পুলিশকে জানায়। পরে ২ এপ্রিল কোতয়ালী থানার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর গ্রামের একটি ক্ষেত থেকে তার হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৩ এপ্রিল সাব্বিরের বাবা আলমগির বিশ্বাস অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রবানী ভুঁইয়া রতন জানান, এই আসামি ভিকটিম সাব্বিরের ব্যাটারি চালিত রিকশা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে আসামি আশিক শেখ সাব্বিরের পেছন দিক থেকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ ক্ষেতের মধ্যে ফেলে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় এই রায় দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গোডাউন ম্যানেজার গ্রেফতার

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের দাবি

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন

‘জয়িতার দিগনরাত্রি’তে অন্য এক অনবদ্য বৃষ্টি

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে

বিটিভি’র ‘বৈঠকখানায়’ দুই মৌলিক গান গাইলেন তারা চারজন