বিটিভি’র ‘বৈঠকখানায়’ দুই মৌলিক গান গাইলেন তারা চারজন

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশ টেলিভিশনের প্রচার চলতি দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘বৈঠকখানা’ দুটি নতুন মৌলিক গান গেয়েছেন এই সময়ের শ্রোতাপ্রিয় চারজন সঙ্গীতশিল্পী।
তারা হলেন সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। সোহেল মেহেদী ও বেলী আফরোজ গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গানটি।
অন্যদিকে সাব্বির জামান ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের একটি গান। এরইমধ্যে গত রবিবার বিটিভিতে গান দুটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। সোহেল মেহেদী জানান, বেলী আফরোজ তারসঙ্গে এর আগে প্লে-ব্যাক করেছেন, আধুনিক গানও গেয়েছেন। তবে বিটিভির কোনো অনুষ্ঠানের জন্য এবারই প্রথম তারা দুজন একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছেন।
সাব্বির জামান জানান, এর আগে বাংলাদেশ বেতারে লুইপার সঙ্গে তার মৌলিক গান গাওয়া হয়েছে। তবে বিটিভিতে বা বেশ আয়োজন করে এবারই প্রথম সাব্বির ও লুইপার দ্বৈত গান করা হলো। দুটি গানই লিখেছেন ও সুর করেছেন দেশের গুনী গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার।
‘প্রেমের ঘর’ গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন,‘ দুই যুগেরও বেশি সময় পর প্রিয় শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গানব গাইবার সুযোগ হলো। মিল্টন ভাই সেই মহান মানুষ, রাজধানীতে এসে প্রথম যার ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম। সেই মহান মানুষটির কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ হলো। ভীষণ উচ্ছ্বসিত আমি। এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে, এটাই আমার বিশ্বাস।’
আরও পড়ুনবেলী আফেরাজ বলেন,‘ শ্রদ্ধেয় মিল্টন ভাইয়ের কথা ও সুরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন অনেক ভালো ভালো গানে সমৃদ্ধ হয়েছে। আমারও সৌভাগ্য হলো তার কথা ও সুরে গাইবার। প্রেমের ঘর-গানটি আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগেব।’
সাব্বির জামান বলেন,‘ মিল্টন ভাই আমাদের সঙ্গীতাঙ্গনের গর্ব। তার হাত ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অনেক সঙ্গীতশিল্পীরও অভিষেক হয়েছে। তার লেখা সুর করা গান গেয়ে অনেক শিল্পী জনপ্রিয় হয়ে উঠেছেন। বিটিভিতে এবারই প্রথম আমি আর লুইপা কোনো মৌলিক গান করেছি মিল্টন ভাইয়েরই কথা ও সুরে। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞত।’
লুইপা বলেন,‘ এর আগেও আমি শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গান গেয়েছি। তবে এবারের গানটি অনেক অনেক বেশি সুন্দর। সাব্বির ভাইয়ের সঙ্গে আমার এই গানটি আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ ‘বৈঠকখানা’র এই পবটি শিগগরিই প্রচারে আসবে।
এদিকে এরইমধ্যে সাব্বির ও লুইপা রাজধানীর গুলশান ক্লাবে একটি শোতে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করেছেন। গতকাল পাবনায় সোহেল মেহেদী একটি শোতে পারফর্ম করেছেন, আজ ঢাকার বনানীতে আরো একটি শোতে পারফর্ম করবেন।
মন্তব্য করুন