ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

আই লাভ ইউ’ কথাটা বিরক্তিকর: সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন এ অভিত্রেী। বিশেষ করে ‘তাকদীর’ ওয়েব সিরিজে সাদিয়ার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সাদিয়া আয়মান। সেখানে উঠে আসে প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের মতো বিষয়।

সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, ‘আই লাভ ইউ’ কথাটা বেশ বিরক্তিকর মনে হয় আমার কাছে। তার মতে, পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। তবে কেউ সরাসরি প্রপোজ করে ‘আই লাভ ইউ’ বললে সেটা আমার ভালো লাগে না।

সাদিয়া আয়মানের কথায়, কেউ ভবিষ্যত পরিকল্পনা করে যদি এমন হয় যে, আমি পছন্দ করি আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।

আরও পড়ুন

অভিনয় প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেত্রীর ভাষ্য, একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো- টিকে থেকে ভালো কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না।

তিনি আরও বলেন, কাজের ক্ষেত্রে সঠিক গল্প নির্বাচন করা এবং শতভাগ ডেডিকেশন দেয়াটা খুবই জরুরি। তা না হলে হারিয়ে যেতে হবে। অভিনয় দিয়ে টিকে থাকাটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজে ধ্বস : পাউবোর মেরামত

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বিতরণের সময় বাড়লো একদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী ঘোষণা

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় আসামিকে মারধর, পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের

আইফোনের চার্জ ধরে রাখতে সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন