মুকাকুর এই সময়
_original_1755521427.jpg)
করতোয়া ডেস্ক : বাংলাদেশের খ্যাতিমান মূকাভিনেতা, নিথর মাহবুবের জন্মদিন আজ (১৮ আগস্ট)। সাধারণত তিনি জন্মদিনে মঞ্চে মূকাভিনয় পরিবেশন করেন। তবে এবার সে ধরনের আয়োজন নেই। কারণ ২৩ আগস্ট আসছে আমার নতুন মূকাভিনয় প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’। তাই জন্মদিনে আর শো রাখেননি তিনি। তবে প্রতি বছর দলের সদস্যরা মিলে কেক কেটে আমার জন্মদিন উদ্যাপন করে, এবারও তেমনই একটি আয়োজন থাকবে।
মূকাভিনয় শিল্পকে জনপ্রিয় করা এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তিনি এক সাহসী প্রতিবাদী কণ্ঠ হিসেবেও পরিচিত। শিশু-কিশোরদের কাছে মূকাকু হিসেব জনপ্রিয় এই মূকাভিনেতা ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করে বর্তমানে পড়েছে ক্যারিয়ার সংকটে । ২০২৪ সালের গণ- আন্দোলনে তিনি ছিলেন সরব ও সক্রিয়। রাজপথে প্রতিদিন আন্দোলনে অংশ নিয়েছেন, পুলিশের বন্দুকের মুখোমুখি হয়েছেন।
নব্বইয়ের দশক থেকে তিনি মূকাভিনয়ের মাধ্যমে প্রতিবাদ, মানবিক বার্তা ও সময়ের বাস্তবতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। তিনি অভিনয় করেছেন টেলিভিশন নাটকেও। আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তার পেশাজীবনও এখন ক্ষতিগ্রস্ত। চাকরি হারিয়ছেন, নাটকে নিয়মিত অভিনয়ের সুযোগও কমেছে। এ প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, “যে-সব নির্মবিগত সরকারের সমর্থক তারা আর কাজে ডাকে না। ভেবেছিলাম আন্দোলনের পরে সরকারি প্রতিষ্ঠান যেমন শিল্পকলা একাডেমি কিংবা বিটিভিতে কাজের সুযোগ হবে। কিন্তু তা হয়নি। ঘুরেফিরে এখনও আগের লোকেরাই কাজ করছে। এমন অবস্থায় আমার মতো শিল্পীদের জীবনধারণ খুবই কষ্টকর। তার পরেও সুদিনের অপেক্ষায় আছি।”
আরও পড়ুনকরতোয়ার পক্ষ থেকে মুকাকু নিথর মাহবুবকে জন্মদিনের শুভেচ্ছা।
মন্তব্য করুন