ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

২১০ ফুট উঁচু থেকে লাফ দিলেন হিমি

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি

বিনোদন দেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দুঃসাহসী এক অভিজ্ঞতায় শামিল হলেন। সম্প্রতি অভিনয়ের ফাঁকে অবকাশ যাপনে কানাডা সফরে গিয়ে ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিলেন তিনি। কানাডার মন্ট্রিয়ালে বাঞ্জি থেকে লাফ দেন এই অভিনেত্রী। জীবনের প্রথম অভিজ্ঞতা হওয়ায় শুরুর দিকে ভয় কাজ করলেও শেষ পর্যন্ত সাহস করে লাফ দেন তিনি। এরপর সুস্থভাবেই নিচে নামতে সক্ষম হন হিমি। এ ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন হিমি। যা প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রায় তিন লাখের বেশি মানুষ দেখেছে।

ভক্তরা হাজারো মন্তব্যে তার সাহসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার জানিয়েছেন, এত উঁচু থেকে লাফ দেওয়ার কথা ভাবলেই ভয় লাগে তাদের।

এদিকে অবকাশ যাপনের পুরো সময় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন হিমি। কখনো রোদচশমা পরে পোজ দিচ্ছেন, আবার কখনো সেলফি তুলছেন হাস্যোজ্জ্বল ভঙ্গিতে। তার এসব ছবিও নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয় শুরু করেন জান্নাতুল সুমাইয়া হিমি। এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। বিশেষ করে অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে তার নাটকগুলো দর্শকমহলে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গোডাউন ম্যানেজার গ্রেফতার

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের দাবি

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন

‘জয়িতার দিগনরাত্রি’তে অন্য এক অনবদ্য বৃষ্টি

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে

বিটিভি’র ‘বৈঠকখানায়’ দুই মৌলিক গান গাইলেন তারা চারজন