ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের : সমিত সোম

কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে ট্রফি জিততে চান কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে এনে দিতে চান সর্বোচ্চ সফলতা। এছাড়া লাল সবুজ জার্সি গায়ে জড়ানো তার জন্য সৌভাগ্যের বিষয় বলে এক পডকাস্টে জানান কানাডিয়ান এই প্রবাসী ফুটবলার।

জাতীয় ফুটবল দলে হামজার অভিষেকের পর, সিঙ্গাপুর ম্যাচে দুয়ার উন্মোচন হতে যাচ্ছে আরও একাধিক প্রবাসী তারকা ফুটবলারের। জাতীয় স্টেডিয়ামে সে ম্যাচের জন্য নিজের ক্লাব থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ফাহমিদুল ইসলাম। এদিকে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ায় জাতীয় দলে খেলার অপেক্ষায় সমিত সোম, পেয়েছেন ফিফা’র ছাড়পত্রও। হামজার পর এবার এই কানাডিয়ান প্রবাসী ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ভিন্ন এক বাংলাদেশকে দেখা যেতে পারে জাতীয় স্টেডিয়ামে। লাল সবুজ একাদশে হামজার পর দেখা যেতে পারে সমিত সোম ও ফাহমিদুলকে। আর পরিকল্পনা বাস্তবায়ন হলে, দক্ষিণ এশিয়ার সেরা মিড ও আক্রমনভাগ থাকবে বাংলাদেশেরই। লম্বা সময় কানাডা ও নর্থ আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে যুক্ত সমিত। ক্লাবের পাশাপাশি জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। কানাডা জাতীয় দল ও বয়সভিত্তিক দলে খেলেছেন সমিত। এবার নতুন আরও একটি চ্যালেঞ্জের অপেক্ষায় তিনি। লাল সবুজ জার্সি গায়ে চাপাতে মুখিয়ে আছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশের হয়ে জিততে চান শিরোপাও। এক সাক্ষাৎকারে সমিত সোম বলেন, ‘আমি যতটা সম্ভব ভিন্ন জায়গায়, ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চাই। এর জন্য আমি সবসময় প্রস্তুত। বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয়। আমি লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে আছি। ক্লাবে খেলার অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগাতে চাই। দলকে যতটা সম্ভব সাহায্য করব। সবাইকে নিয়ে ট্রফি জেতার ইচ্ছা আছে।’

আরও পড়ুন

সমিত সোমের ফুটবল ক্যারিয়ারটা বেশ লম্বা। ২০১৬ সালে পেশাদার ফুটবলে যোগ দেন সমিত। নর্থ আমেরিকা সকার লিগ ও এমএলএসে মোট ৫২টি ম্যাচ খেলেছেন তিনি। এরপর ২০২১ সালে যোগ দেন কানাডিয়ান ক্লাব এডমানটোনে। সেখানে এক মৌসুম খেলার পর তাকে দলে ভেড়ায় ফোর্জ এফসি। সবশেষ ২০২৩ সালে সমিত সোম যুক্ত হন কাভালরি এফসিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

এভিয়েশন খাতে বিনিয়োগ নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনা

মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে : ডিএমপি কমিশনার

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ 

এবারের বাজেট দ্বায়িত্বজ্ঞানহীন বাজেট না: পরিকল্পনা উপদেষ্টা