ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

ম্যানসিটিকে ট্রফিহীন রেখে প্রথম মেজর শিরোপা ক্রিস্টাল প্যালেস’র

ম্যানসিটিকে ট্রফিহীন রেখে প্রথম মেজর শিরোপা ক্রিস্টাল প্যালেস’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার মৌসুমেই স্বাদটা পেয়েছিলেন। ট্রফিহীন থাকার স্বাদ। সেটা ছিলো পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে প্রথম ট্রফিহীন থাকার নজির। ক্রিস্টাল প্যালেস গতকাল তাকে দ্বিতীয়বারের মতো সেই তিক্ততা উপহার দিলো। এফএ কাপ থেকে সিটিকে খালি হাতেই ফিরিয়েছে অলিভার গ্লাসনারের শিষ্যরা।

সিটি কারাবো কাপে হেরেছে রাউন্ড অব সিক্সটিনে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ গেছে নকআউটের প্লেঅফ খেলে। লিভারপুলের কাছে লিগ হারিয়ে ফেলে ৪ ম্যাচ হাতে রেখে, অবশ্য সিটিজেনরা লিগ জয়ের দৌড়ে ছিলও না। শেষ ভরসা ছিলো এফএ কাপ। প্রতিপক্ষ ছিলো তুলনামূলক সহজ। কিন্তু তাহলে কী হবে, এই মৌসুমটি যে বাজে থেকে বাজেতর হয়েছে গার্দিওলার জন্য! শেষটাও সেভাবেই হলো। এফএ কাপের ফাইনালে সিটিকে প্যালেস ১-০ গোলে হারিয়েছে। ১৬ মিনিটে করা এবেরেচি এজের গোলই নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ভাগ্য। ১১৯ বছরের ক্লাব ইতিহাসে প্যালেসের এটা প্রথম মেজর কোনো ট্রফি। এর আগে দুবার দ্বিতীয় বিভাগ/প্রথম বিভাগ/চ্যাম্পিয়নশিপের ও একবার তৃতীয় বিভাগেরসহ বেশ কয়েকটি শিরোপা জিতলেও শীর্ষ পর্যায়ের কোনো ট্রফি ছিলো না তাদের।

আরও পড়ুন

ওয়েম্বলিতে ৮৪ হাজার দর্শকের সামনে ১৬ মিনিটেই এগিয়ে যায় প্যালেস। কাউন্টার অ্যাটাকে গিয়ে ডানিয়েল মুনজের ক্রস থেকে প্রথম ছোঁয়ায় গোলের দেখা পেয়ে যান এবেরেচি। ম্যানুয়েল আকাঞ্জি সঙ্গে সঙ্গে লেগে থাকলেও দলকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি। প্যালেসের এক গোলের বিপরীতে গোলরক্ষক ডিন হেন্ডারসনের বারবার পরীক্ষা নেয় আধিপত্যে এগিয়ে থাকা সিটি। সবচেয়ে বড় পরীক্ষাটা ছিলো ৩৬ মিনিটে। তাইরিক মিচেল বের্নার্দো সিলভাকে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। শেষ সাতবারে ৩টি স্পটকিকই মিস করেছিলেন আর্লিং হল্যান্ড। তাই গতকাল আর তিনি শট নেননি, ওমর মারমুশের নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন হেন্ডারসন। ৫৮ মিনিটে লিডধারীরা আরেকটি গোল করেছিলো। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া বাজারে রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ

ঢাকা ওয়াসার নতুন এমডি ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া

পাবনার সুজানগরে ভাল ফলাফল অর্জনে শিক্ষার্থীরা প্রাইভেট শিক্ষকদের ওপর নির্ভরশীল

জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

নতুন প্রেমে ডুব দিলেন সামান্থা