ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ছবি : দৈনিক করতোয়া

পঞ্চগড় প্রতিনিধি : শীতের জেলা পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের প্রথম মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। যা চলতি শীত মৌসুমে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিসের হিসেবে সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। গত শুক্রবারও (৩ জানুয়ারি) তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আর গতকাল বৃহস্পতিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে ঝলমলে রোদের কারণে আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা অনেকটা কমে যায়। কিন্তু দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় সূর্য থাকলেও উষ্ণতা ছড়াতে পারেনি। সেই সাথে বিকেল থেকে উত্তরের কনকনে শীতল বাতাস বইতে শুরু করে। সন্ধ্যা থেকে হালকা কুয়াশার সাথে হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হতে থাকে।

আরও পড়ুন

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮টার পরই মাঝারি কুয়াশা কেটে সূর্যের মুখ দেখা গেলেও দিনভর প্রবাহিত হয়েছে উত্তরের হিম শীতল বাতাস। দিনের বেলাতেও ঠান্ডায় টিকতে না পেরে বিকেল থেকেই আগুন জ্বেলে শীর্তার্ত মানুষগুলো শীত নিবারণের চেষ্টা করতে থাকে।

এদিকে জেলার সর্বত্র রয়েছে শীতবস্ত্রের সংকট। সরকারি ও বেসরকারি পর্যায়ে যে সকল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা ছিল প্রয়োজনের তুলনায় অনেকটা কম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার জন্য ১৭ হাজার কম্বল এবং কম্বল কেনার জন্য ৩৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষাণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় করতোয়া’কে বলেন, আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

সেই সাথে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার। তেঁতুলিয়ার আশপাশের এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সারাদিন ঝলমলে রোদ থাকায় বিকেল তিনটায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, এই অবস্থা আরও দুইদিন থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া খাচ্ছেন তারেক রহমানের বাসায় তৈরি খাবার 

প্রথম জয় পেলো সিলেট : শাকিব খানের ঢাকার টানা ছয় হার

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা

পাবনার বেড়ায় কর্মহীন মৃৎশিল্পীরা ঝুঁকে পড়ছেন অন্য পেশায়

বগুড়ার তালোড়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি