জবি মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৫ জুলাই উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিভাগটির উদ্যোগে নেওয়া হয়েছে নানা ব্যতিক্রমধর্মী আয়োজন, যার লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও শিল্পক্ষেত্রের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন।
বিভাগ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৫ জুলাই মাত্র তিনজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা মার্কেটিং বিভাগে বর্তমানে ১৭ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে কর্মরত আছেন শিক্ষকরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে সকাল ৯টায় অফিসিয়াল উদ্বোধনের মাধ্যমে। দিনব্যাপী আয়োজনে থাকছে সেমিনার, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে অংশ নিচ্ছে মার্কেটিং ক্লাব, ডিবেটিং ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রধান আলোচক থাকবেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার রানা, যিনি বর্তমানে ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটি অফ বিজনেস স্কুলে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
আরও পড়ুনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের আয়োজনে আমরা শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছি। এতে তারা নিজেদের দক্ষতা ও অর্জন তুলে ধরতে পারবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজনের সমাপনী পর্বে থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করবেন তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ডদল।
মন্তব্য করুন