ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

পাবনার সুজানগরে দফায় দফায় পেঁয়াজের বাজারে ধস

পাবনার সুজানগরে দফায় দফায় পেঁয়াজের বাজারে ধস

সুজানগর (পাবনা) প্রতিনিধি : উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে দফায় দফায় পেঁয়াজের বাজারে ধস নেমেছে। গত ১০/১৫ দিনের ব্যবধানে উপজেলার হাট-বাজারে তিন দফা পেঁয়াজের বাজারে ধস নামলো। এতে পেঁয়াজ চাষিরা হতাশ হয়ে পড়েছেন।

উপজেলার মানিকহাট গ্রামের পেঁয়াজ চাষি মোমিন খান বলেন, অন্যান্য বছর আষাঢ় মাসে পেঁয়াজের দাম কিছুটা হলেও বৃদ্ধি পায়। কিন্তু এ বছর চলতি আষাঢ় মাসে পেঁয়াজের বাজারে দফায় দফায় ধস নামছে। উপজেলার খয়রান গ্রামের পেঁয়াজ চাষি ময়েন উদ্দিন বলেন, গত ১০/১৫ দিন আগেও উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ ১৮শ’ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু ১০/১৫ দিনের ব্যবধানে তিন দফা দাম কমে বর্তমানে প্রতিমণ পেঁয়াজ মাত্র ১৫শ’ থেকে ১৬শ’ দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

উপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষি মো: কামরুজ্জামান বলেন, এ বছর প্রতি মণ পেঁয়াজ আবাদ করতে সার, বীজ এবং শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ১৫শ’ থেকে ১৬শ’ টাকা। অথচ বর্তমানে হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রিও হচ্ছে ১৫শ’ থেকে ১৬শ’ টাকা দরে। ফলে পেঁয়াজের বর্তমান এ বাজারে উপজেলার কৃষকেরা পেঁয়াজ আবাদে আগ্রহ হারাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী বলেন, চাহিদার তুলনায় হাট-বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি, সে কারণে দাম কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ার ঘটনায় ভায়রাকে পিটিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করল গ্রামবাসী

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষককের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা 

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

বিদেশে নির্বাচনী প্রচার চালানো যাবে না