ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি বহরে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় হারেজ উদ্দিন (৫০) নামে সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১৮ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। হারেজ উদ্দিন উপজেলার ইশ্বরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গতকাল শনিবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের গণসংযোগকালে তার গাড়িবহরে আওয়ামী লীগের নেতা-কর্মিরা ককটেল হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে হারেজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগের ভুলের কারণে শহরের সাতমাথা জলবন্দি

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে