ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে জমি নিয়ে দ্বন্দ্ব ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় তানভীর রহমান (১৭) নামে এক কলেজ ছাত্রের মাথা ফেটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তানভীর সৈয়দ আহম্মেদ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। গত শুক্রবার বিকেলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হাটশেরপুর ইউনিয়নের হাটশেরপুর গ্রামের সায়েজ্জামান ওরফে সাদু আকন্দের ছেলে শাহজাহান আলী বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাটশেরপুর ফজলার রহমান (৫৫), সাইফুল ইসলাম (৪৮), সোহেল মিয়া (৩০), রিপন মিয়া (৩৮), রাকিবুল ইসলাম (৩২), রাব্বি মিয়া (২৬) ও তরিকুল ইসলাম বিপ্লবদের (৪২) সাথে সাদু আকন্দের জমাজমি সংক্রান্ত বিবাদ চলমান ছিল।

আরও পড়ুন

এ সূত্রে গত শুক্রবার বিকেলে ফজলার রহমানের নেতৃত্বে সাদু আকন্দের লোকজনের উপর হামলা চালানো হয়। হামলায় তানভির রহমানের মাথায় হাসুয়া দিয়ে আঘাত করা হয়। ফলে ঘটনাস্থলেই সে আহত হয়। তানভীর হাটশেরপুর গ্রামের হেলাল গ্রামানিকের ছেলে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, শাহজাহান আলী (৩৮), শাহজাহানের ছেলে দুখু মিয়া, তার স্ত্রী বিলকিস বেগম, একই গ্রামের ইলিয়াস আলীর ছেলে আব্দুল মান্নান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, মসজিদের একটি খাস জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত