ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

জেলা প্রশাসক থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে অনুদান নেওয়ায় তদন্ত কমিটি

জেলা প্রশাসক থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে অনুদান নেওয়ায় তদন্ত কমিটি

নিউজ ডেস্ক:  ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত খুলনার তেরখাদার যুবলীগ নেতা মিনারুল ইসলামকে জুলাই যোদ্ধা হিসেবে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘটনা সাত সদস্যের তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 


রবিবার (১৮ মে) রাতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

কমিটির সদস্যরা হলেন- পুলিশ সুপার সিভিল সার্জনের প্রতিনিধি, ইউএনও (তেরখাদা) ও দুইজন ছাত্র প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী কমিশনার (সাধারণ শাখা)। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। 

এর আগে রোববার বিকেলে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। মুহূর্তের মধ্যেই সংবাদটি ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। রাতে খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম ৪ আগস্ট ছাত্রদের ওপর হামলা চালান। পরে ছাত্রদের ধাওয়ায় তিনি খুলনা আওয়ামী লীগ কার্যালয় থেকে পালাতে গিয়ে আহত হন। আহত হওয়ার সেই নথি জমা দিয়ে জুলাই যোদ্ধা হিসেবে সি ক্যাটাগরিতে নাম তালিকাভুক্ত করেছেন তিনি। গত ১৪ জুলাই খুলনা জেলা প্রশাসকের কাছ থেকে তিনি ১ লাখ টাকা অনুদানের চেক গ্রহণ করেন। 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী চেক বিতরণ করা হয়েছে। আলোচিত মিনারুল ইসলামের নামটিও মন্ত্রণালয় থেকে সুপারিশ করা। তারপরও ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে অবৈধ পণ্য আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

খেলাধুলায় বহির্বিশ্বে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে: তারেক রহমান

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু গুরুতর আহত 

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী

কালিয়াকৈরে ঈদের ছুটি ১২ দিন করার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

নগর ভবন ‘ব্লকেড’, সেবা কার্যক্রম বন্ধ