ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

বঙ্গোপসাগরে ৮৫০ মেট্রিক টন চুনা পাথরবোঝাই জাহাজডুবি

বঙ্গোপসাগরে ৮৫০ মেট্রিক টন চুনা পাথরবোঝাই জাহাজডুবি

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে যাওয়ার সময় নোয়াখালীর ভাসানচর দীপের অদূরে বঙ্গোপসাগরের উপকূলে ঢেউয়ের মধ্যে ৮৫০ মেট্রিক টন চুনা পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এটিতে থাকা ১২ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে একটি মাছ ধরা ট্রলারের জেলেরা।

সোমবার (১৯ মে) সকালে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৮ মে) বিকেলে গভীর সমুদ্রে ওসমান-৩ লাল বয়ার অদূরে ‘এমভি ইয়া এলাহি’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়।

আরও পড়ুন

ওসি মো. কুতুব উদ্দিন বলেন, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার নাবিকদের নিরাপদে পৌঁছে দিয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটি এখনো উদ্ধার করা যায়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সবুর খান বলেন, চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স জাগুয়া ট্রেডার্সের মালিকানাধীন এমভি ইয়া এলাহি নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৫০ টন চুনাপাথর নিয়ে মোংলায় যাচ্ছিল। যাওয়ার পথে গভীর সমুদ্রে ভাসানচরের ডাউনে বৈরী আবহাওয়ার কবলে পড়ে প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে সেটি ডুবে যায়। তবে জাহাজটিতে থাকা ১২ নাবিককে ওই এলাকায় থাকা একটি মাছ ধরা ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার আত্মহত্যা

ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন

মায়ামিতে যাচ্ছেন দি মারিয়া!

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয় : পাকিস্তান