ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাছ বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তুচ্ছ ঘটনায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাছ বিক্রির টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে মির্জাপুর ইউনিয়ন ও রঘুনাথপুর ইউনিয় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় দুই গ্রামে অন্তত ২০টি বাড়ি, দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ মে) দুপুর থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে। বিকেলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা।

হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন জানান, শৈলকূপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি ও হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে মাইলমারি গ্রামের কয়েকজনের সঙ্গে চরপাড়া গ্রামের কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এসময় চরপাড়া গ্রামের বেশ কয়েকটি বসতবাড়িসহ ৭/৮টি দোকানে ভাঙচুর চালায় প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ খান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল চলমান রয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে অবৈধ পণ্য আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

খেলাধুলায় বহির্বিশ্বে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে: তারেক রহমান

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু গুরুতর আহত 

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী

কালিয়াকৈরে ঈদের ছুটি ১২ দিন করার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

নগর ভবন ‘ব্লকেড’, সেবা কার্যক্রম বন্ধ