ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগের নির্বাচনের সুযোগ নেই : ইসি মাছউদ

নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগের নির্বাচনের সুযোগ নেই : ইসি মাছউদ, ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই। 

আজ সোমবার (১৯ মে) আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহীর ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথা বলেন। তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না, সুযোগ নেই। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, এ নিয়ে কমিশন কী মনে করে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বরেকর্ড গড়ে সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়

শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার আত্মহত্যা

ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন

মায়ামিতে যাচ্ছেন দি মারিয়া!