ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ঝড়ে বিধ্বস্ত কলেজ ক্লাস চলছে খোলা আকাশের নিচে

গাইবান্ধার পলাশবাড়ীতে ঝড়ে বিধ্বস্ত কলেজ ক্লাস চলছে খোলা আকাশের নিচে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : ঝড়ে গাছ পড়ে পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের পাঁচটি ক্লাস রুম বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছেন।

প্রবল ঝড়ে বিধ্বস্ত পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ। ফলে খোলা আকাশের নিচেই পাঠদান চলছে কলেজের  শিক্ষার্থীদের। অথচ আর মাত্র কয়েক দিন পরই প্রথম সাময়িক পরীক্ষা। গতকাল রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত শনিবার দিবাগত রাতে ঝড়ে কলেজের পুরাতন টিনশেড ভবনের ওপর ইউক্লিপটাস গাছ ভেঙে পড়ে কলেজের পাঁচটি রুম বিধ্বস্ত হয়ে যায়।

ফলে রুমগুলোতে পাঠদানের পরিবেশ না থাকায় ভবনের সামনের আঙিনায় সারি সারি বেঞ্চে বসে শিক্ষার্থীরা লেখাপড়া করেন। একসঙ্গে দুটি ক্লাসের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ায় হইচইয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে। শিক্ষকদেরও হিমশিম খেতে হচ্ছে ক্লাস নিতে।

আরও পড়ুন

কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শিখা আক্তার বলেন,ঝড়ে গাছ পড়ে কলেজের রুমগুলো ভেঙে যাওয়ায় আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। গাছের নিচে বসে ক্লাস করতেও ভালো লাগছে না। এক জায়গায় বসে দুই-তিনটা ক্লাস একসাথে নেওয়ার কারণে হৈ-হুল্লোড় বেশি। পড়াশোনা করা যায় না।

কলেজের অধ্যক্ষ মাহবুব হাসান বলেন, গত শনিবার রাতে প্রবল ঝড়ে স্কুলের ৫টি টিনশেড ভবন বিধ্বস্ত হয়ে যায়। ৫০০ জন শিক্ষার্থী নিয়ে কলেজের আঙিনায় খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শজিমেক হাসপাতাল পরিচ্ছন্ন করলো স্বেচ্ছাসেবী গ্রুপ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ চাপায় নিহত চা দোকানির পরিবারের পাশে জামায়াত নেতা

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে নাশকতা মামলায় আটক ৪

প্রতি জেলায় একটি করে নদী দখল-দূষণমুক্ত করার পরিকল্পনা নেয়া হচ্ছে - সৈয়দা রেজওয়ানা হাসান

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে: এনসিপি