ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

টেকনাফে কোস্ট গার্ড ও মাদক পাচারকারী গোলাগুলি , পিস্তল-ইয়াবাসহ আটক ৩

কোস্ট গার্ড ও মাদক পাচারকারী গোলাগুলি , পিস্তল-ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত আড়াইটার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফের তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর (৪০) নামে একজন পাচারকারী গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে কোস্ট গার্ড বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটক বোটটিতে তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় আরও ৪ মাদক পাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আহত ইয়াবা পাচারকারীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

আটক ইয়াবা পাচারকারীরা হলেন- মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০)। তারা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে নাশকতা মামলায় আটক ৪

প্রতি জেলায় একটি করে নদী দখল-দূষণমুক্ত করার পরিকল্পনা নেয়া হচ্ছে - সৈয়দা রেজওয়ানা হাসান

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে: এনসিপি

মৌসুমের সর্বোচ্চ প্রায় ৭৪ মি.মি বৃষ্টিপাতে ডুবলো বগুড়া শহরের বিভিন্ন এলাকা ও রাস্তা

নিবন্ধন না থাকলে আ’লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই - ইসি মাছউদ

বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত