ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

বৃষ্টি হলেই বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে হাঁটুপানি

বৃষ্টি হলেই বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে হাঁটুপানি। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : একটু বৃষ্টিতেই সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে হাটুপানি জমে যাচ্ছে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় পানি এবং কাদা মাড়িয়ে ছাত্রীদের ক্লাসরুমে যাতায়াত করতে হচ্ছে। বিদ্যালয়ের পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বগুড়া সারিয়াকান্দি পৌর এলাকায় অবস্থিত একটি অন্যতম প্রাচীন বিদ্যালয় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই এ বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল উপজেলায় সেরা। ইতিমধ্যেই বিদ্যালয়টির একাধিক বহুতল ভবনও নির্মিত হয়েছে।

বর্তমানে এ বিদ্যালয়ের ছাত্রীসংখ্যা ১৩৪৫ জন। গত কয়েক বছর ধরেই এ বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতে হাটু পানি জমা হচ্ছে। ফলে হাঁটু পানি ডিঙিয়ে এবং কাদাপানি অতিক্রম করে ছাত্রীদের ক্লাসরুমে প্রবেশ করতে হচ্ছে। এতে বৃষ্টির দিনে ছাত্রীদের উপস্থিতি কম হচ্ছে।

দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলমান থাকলেও এটি নিরসনের কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে বিদ্যালয়ের মাঠের পাশে কয়েকটি পুকুর ছিল। ইতিপূর্বে সেখানে বিদ্যালয়ের মাঠের বৃষ্টির পানি জমা হতো। কিন্তু গত কয়েকবছর আগে সেই পুকুরগুলো মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ের মাঠে পানি জমা হচ্ছে। তাছাড়া আশেপাশের এলাকার তুলনায় মাঠটি নিচু।

দশম শ্রেণির শিক্ষার্থী শশী আক্তার বলেন, বৃষ্টির দিন আসলে স্কুলে যেতে মন চায় না। স্কুল মাঠের হাটুপানি এবং কাঁদামাটি ডিঙিয়ে ক্লাসে যেতে হয়। তাছাড়া কাদামাটি ডিঙিয়ে ক্লাসরুমে যেতে অনেক ছাত্রীর পা পিছলে পানিতে পরে গিয়ে কাপড়চোপড় নষ্ট হয়। ব্যাগের ভেতর পানি ঢুকে বইখাতাও ভিজে যায়। এ অবস্থায় কোনও খেলাধুলাও করতে পারি না।

আরও পড়ুন

একজন ছাত্রীর অভিভাবক আমিনুল ইসলাম হিরু বলেন, সোমবার বৃষ্টির মধ্যে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দেখি স্কুলমাঠে প্রায় হাঁটুপানি। মেয়েকে স্কুলগেটে রেখে আসলাম, স্কুলের ভেতরে প্রবেশ করার কোনও পরিবেশ নাই।

স্কুলের প্রধান শিক্ষক সাকি মো: জাকিউল আলম ডুয়েল বলেন, বিদ্যালয়ের চারপাশে যে কয়েকটি পুকুর বা ডোবা ছিল তার সবগুলোই মাটি দিয়ে ভরাট করে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। তাছাড়া বর্তমানে আশেপাশের বসতবাড়ির তুলনায় স্কুল মাঠ একটু নিচু।

তাই বিদ্যালয়ের মাঠে একটু বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। এ সমস্যার কারণে সকালের প্রাত্যহিক সমাবেশ করাও মুশকিল হচ্ছে। স্কুলমাঠে মাটি কেটে উঁচু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী