ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

ব্রাজিলিয়ান ক্লাবে যাচ্ছেন রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদো,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগ ক্লাব আল নাসর থেকে নতুন ঠিকানায় যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো-এমন খবর চাউর হয়েছে দল বদলের বাজারে। শোনা যাচ্ছে, ক্লাব বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান কোনও ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন। যদিও সেই নাম এখনও অজানা। 

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর মধ্য থেকে অংশ নেবে ফ্লুমিনেস, ফ্লেমেঙ্গো ও পালমেইরাস। টুর্নামেন্ট শুরু হবে ১৪ জুন। রবিবার মার্কা জানায় ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিলের নামহীন একটি ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন। সেটা হলে আল নাসর অধিনায়ককে ক্লাব বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে।

 তারপর থেকেই ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কাছে হুমড়ি খেয়ে পড়ছেন সাংবাদিকরা। এমন খবরের প্রেক্ষপটে বোতাফোগো কোচ রেনাতো পাইভার কাছে আগ্রহী সাংবাদিকরা জানতে চান, সেই ক্লাবটি তারা কিনা-জবাবে এই কোচ হেসে বলেছেন, ‘ক্রিসমাস তো ডিসেম্বরে-যদি সে আসে, তার মতো একজন তারকাকে তো না বলা যায় না। আমি এই ব্যাপারে কিছুই জানি না আসলে। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু আমি বলছি যে, কোচরা সব সময় সেরাকে চায়। রোনালদো এই বয়সে এখনও গোল স্কোরিং মেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, সেখানে তাকে পাওয়া মানে দারুণ।’ এর পর পাইভা আরও জানান, রোনালদো আসলেই তাদের ক্লাবে আসছে কিনা সেটার উত্তর একমাত্র ক্লাবটির আমেরিকান মালিক জন টেক্সটরই দিতে পারবেন। 

আরও পড়ুন

সৌদি প্রো লিগে এবারও ট্রফিহীন কাটছে আল নাসরের। ক্লাব বিশ্বকাপেও নেই তারা। গত ফেব্রুয়ারিতে ৪০ স্পর্শ করা রোনালদোর চলমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। এখন পর্যন্ত সেটার মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনও কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে আড়াল করতে চান পরীমণি!

গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

 শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী

ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র !

বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলার আসামি সাংবাদিক ফারুক কারাগারে