ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

অবশেষে নতুন মেসিকে খুঁজে পেল বার্সা’র ১০ নম্বর জার্সি 

অবশেষে নতুন মেসিকে খুঁজে পেল বার্সা’র ১০ নম্বর জার্সি , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর সবার চোখ ছিল দলটির ১০ নম্বর জার্সির দিকে। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত এই জার্সি পরে একের পর এক ইতিহাস গড়ে নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যান মেসি। ফলে এমন আইকনিক জার্সির চাপ নেওয়াটা মোটেই সহজ ছিল না।

পাশাপাশি মেসির আগেও এই জার্সি যাদের গায়ে উঠেছে, তাদের অনেকেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন। মেসির আগে বার্সার ১০ নম্বর জার্সি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওর গায়ে। এর আগে এই জার্সি পরতেন আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলমে এবং তার আগে আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। সেই ধারাতেই মেসির গায়ে এই জার্সি ছিল ১৩ বছরের মতো। ফলে মেসি ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি ছিল এই জার্সির দিকে। 

শেষ পর্যন্ত ২০২১-২২ মৌসুমে এই জার্সি দেওয়া হয় সম্ভাবনাময় তারকা আনসু ফাতিকে। সে সময় মেসির বিকল্প হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছিল। বল পায়ে মাঠে নেমে নিজের ঝলকও দেখাতে শুরু করেছিলেন। কিন্তু ১০ নম্বর জার্সির চাপে কি না কে জানে, একপর্যায়ে ভেঙে পড়লেন ফাতি। একের পর এক চোট তাকে বার্সায় থিতু হতে দিল না। মাঝে ব্রাইটনে গিয়ে ধারেও খেলেছেন। এখন অবশ্য বার্সেলোনাতেই আছেন। শেষ হতে যাওয়া মৌসুমে সব মিলিয়ে খেলেছেন ১১ ম্যাচ; ১০ নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়ের জন্য যা বেমানানই বটে। তবে ফাতি যুগ পেরিয়ে ১০ নম্বর জার্সি নাকি খুঁজে পেতে যাচ্ছে ‘নতুন মেসি’কে। 

আরও পড়ুন

একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মৌসুম থেকে ১০ নম্বর জার্সি পরবেন লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই অসামান্য সব অর্জনের সাক্ষি হয়েছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সা’র হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার লিগ, কোপা দেল রে ও লা লিগা শিরোপা। দলের এই অর্জনে ব্যক্তিগতভাবে ইয়ামালের ভূমিকা ছিল অসামান্য। চলতি মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। অনেকের কাছে এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, পাশাপাশি আছেন সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ের তালিকাতেও। মেসির বিদায়ের পর এত দিন হয়তো এমন কাউকেই খুঁজছিল ১০ নম্বর জার্সিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে আড়াল করতে চান পরীমণি!

গ্রামীণ মেলাকে কেন্দ্র বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

 শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী

ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র !

বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলার আসামি সাংবাদিক ফারুক কারাগারে