শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

নিউজ ডেস্ক: শেরপুরে ঝিনাইগাতী উপজেলার গজনী বীটের আওতাধীন দরবেশচালা এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান আকাশ দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে। ঝিনাইগাতী থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, পাকা বোরো ধানক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতি আজিজুর রহমান আকাশকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
বন বিভাগের গজনী বীটের বনরক্ষী মো. সায়েদুল ইসলাম জানান, কয়েক দিন ধরেই বন্য হাতির দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে এসে গজনী এবং আশপাশের এলাকায় বিচরণ করছিল। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে।
রাতের আঁধারে বন্য হাতির দল ধানক্ষেতে নেমে তাণ্ডব চালালে ক্ষেতের ধান রক্ষায় হাতি তাড়াতে অন্য কৃষকদের সাথে সেখানে যান কৃষক আজিজুর রহমান আকাশ। সে সময় হাতির দলের একটি হাতি আকাশকে তাড়া করলে তিনি পিছলে পড়ে যান। উত্তেজিত হাতিটি তাকে পায়ে পিষ্ট করলে নাড়িভুঁড়ি বের হয়ে জ্ঞান হারান কৃষক আকাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন