ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট জোড়া ব্রিজ এলাকায় এক ব্যবসায়ীর ওপর চালানো ভয়াবহ দস্যুতা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- হরিহরপুরের মো. মানিক হোসেন (৩৬), ঘোষপাড়ার মো. আলভী আহমেদ (২৯) এবং শহরের গোবিন্দনগর এলাকার রানা (২৩)।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ জুন গভীর রাতে ভাতিজার মুদি দোকান থেকে ৭ লাখ ৯৪ হাজার টাকা নিয়ে চার্জার অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী কুতুব উদ্দিন। রাত আনুমানিক দেড়টায় ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সুক নদীর ওপরের জোড়া ব্রিজ এলাকায় তাকে গতিরোধ করে চারজন। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে তারা ব্যাগে থাকা পুরো টাকা নিয়ে ২টি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি শনাক্ত করে অভিযান চালায়। গতকাল মঙ্গলবার গভীররাতে ঠাকুরগাঁও পৌর এলাকার দুরামারী মোড় থেকে আলভী আহমেদকে এবং কিছুক্ষণ পর রেলগেট এলাকা থেকে মানিক হোসেনকে গ্রেফতার করা হয়। এর একদিন আগে একই চক্রের সদস্য রানাকে গ্রেফতার করে পুলিশ। মানিক একজন চার্জার অটো চালক এবং আগে থেকেই ভিকটিমের চলাফেরার বিষয়ে অবগত ছিল বলে পুলিশের দাবি।
আরও পড়ুনপুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬৪ ধারায় গ্রেফতার তিন আসামি দস্যুতা সংঘটনের কথা স্বীকার করেছেন। মানিকের ঘর থেকে লুণ্ঠিত অর্থের ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া আলভীর মালিকানাধীন জিক্সার মোটরসাইকেল, যা দস্যুতা অভিযানে ব্যবহৃত হয়, সেটিও উদ্ধার করা হয়েছে। আসামি আলভী আহমেদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পূর্বেও মামলা রয়েছে।
পুলিশ আশঙ্কা করছে, এরা একটি সংঘবদ্ধ দস্যু দলের সক্রিয় সদস্য এবং জামিন পেলে আবারও আত্মগোপনে গিয়ে একই ধরনের অপরাধে লিপ্ত হতে পারে। পুলিশ তাদের রিমান্ডে না নিয়ে জেলহাজতে প্রেরণের আবেদন করেছে।
মন্তব্য করুন