সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। সেই সাথে দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়।
রাত ৮ টায় নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তার পায়ে কামড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর গ্রামের কলেজ ছাত্র শাহারুল (২৪) ও অন্তরকে (১৬) শিয়াল কামড় দেয়। রাত ১০টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে আলে খাতুনকে (৪৫) কামড়ায় শিয়াল। আহত চারজনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঅন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলীর গোয়ালঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড় দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো: সিদ্দিক ফকির জানান, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন