ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি মহল নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সেই মহল জটিলতা ও সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে চায়।

তিনি আজ বুধবার (৯ জুলাই) উপজেলার জোড়গাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ডা. নাহারুল আলম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডা. তহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, সেলিম রেজা বাবলা, রফিকুল ইসলাম হান্নু, শহিদুল ইসলাম মুকুল, মোস্তাক আহমেদ তরুণ, মাহফুজার রহমান মাফু, এমজেড ইসলাম কামাল, আব্দুল জলিল, শহীদ মিয়া, মাসুদ রানা ভুট্টা, স্বপন মিয়া, নুরুল ইসলাম সরকার এলডু, নাহারুল ইসলাম, লেলিন, হুমায়ুন কবির, পাভেল আহমেদ, উমর ফারুক বরাত, ছাত্রদল নেতা জরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ ভোট দিতে পারেননি। এখন মানুষ ভোটের জন্য অপেক্ষা করছেন। তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান। এর আগে তিনি গনসারপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিএনপি নেতা ম তহসিন আলী প্রামানিকের কবর জিয়ারত করেন। এছাড়াও তিনি হাটকরমজা এলাকায় একটি ফিলিং স্টেশনের উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে