ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

শেরপুরে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ দুইজন গ্রেফতার

নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ দুইজন গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বস্তাভর্তি ১ হাজর ১৪০ কেজি ভারতীয় জিরাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২০ মে ) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের নূর মোহাম্মদের ছেলে উমর ফারুক (৩২) ও  তারানী গ্রামের রবি হোসেনের ছেলে আশরাফুল করিম রাসেল (৩০)।

আরও পড়ুন

থানা পুলিশ সূত্র জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা ভটভটি গাড়িতে করে নালিতাবাড়ী শহরের দিকে নিয়ে আসা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া তারু মিয়ার বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর অবস্থান নেয় থানা পুলিশ। এমন সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি ভটভটি গাড়ী থামানোর সংকেত দিলে গাড়ীটি থামিয়ে গাড়িতে থাকা ৩ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে ভটভটি ভর্তি ৩৮ বস্তায় ১ হাজর ১৪০ কেজি জিরা ও ভটভটি গাড়ী জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার নেই

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত