ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

 অবৈধ সম্পদ অর্জন; দুদকের রাডারে চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তা

 অবৈধ সম্পদ অর্জন; দুদকের রাডারে চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তা

নিউজ ডেস্ক:  চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানের অংশ হিসেবে অভিযুক্তদের চিঠি দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম।

দুদক চাঁদপুর কার্যালয় থেকে সদ্য ঢাকায় বদলি হয়ে যাওয়া (দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক) মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘চাঁদপুরে দায়িত্বকালীন সময়ে পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের লক্ষ্যে চিঠি দেওয়া হয়। ওই চিঠি প্রাপ্তির পর আবুল কালাম ভূঁইয়া ও মফিজ উদ্দিন হাওলাদার দুদক কার্যালয়ে এসে তাদের সম্পদের বিবরণী জমা দেন। অপরজন নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন এখনো বিবরণী জমা দেননি।’’

অভিযোগের বিষয়ে আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘‘আমার ও পরিবারের সম্পত্তির হিসাব বিবরণী দুদকে জমা দেওয়া হয়েছে।’’

আরও পড়ুন

প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার বলেন, ‘‘প্রায় দুই যুগ ধরে এখানে আছি। শহরের পালপাড়ায় একমাত্র বহুতল বাড়ি ছাড়া আমার অন্য কিছু নেই।’’

এ বিষয়ে চাঁদপুর ডিডিএলজি ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ‘‘অভিযোগ শুনেছি। যাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে, বিষয়টি তাদের নিজস্ব ব্যাপার।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় একদিনে অনাহারে শিশুসহ ১৫ জনের মৃত্যু

মাইলস্টোনের গেটে তালা, উৎসুক জনতার ভিড় বাইরে

নাটোর বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন

পুলিশের সমালোচিত সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

এখনো মানুষ মনে করে শেখ হাসিনার রাজনীতি ছিল খারাপ রাজনীতি: সাইয়েদ আব্দুল্লাহ | Daily Karatoa