নাটোর বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

(নাটোর) প্রতিনিধি: নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো দুজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশংঙ্খা জনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবী সুদ্দিনের ছেলে রুবেল হোসেন। বাকীদের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। এসময় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
নাজিম উদ্দিন নান্নু নামের এক প্রত্যক্ষ্যদশী বলেন, ঢাকা থেকে রাজশাহী গামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেল পাম্প এলাকায় পৌছালে কুষ্টিয়া থেকে ঢাকা গামী হাইচ মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরে চাপা পরে চালকসহ ৫ জন নিহত হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ, বনপড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের একজনের মৃত্যু হয়।
আরও পড়ুনউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহত অবস্থায় হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়। তার মধ্যে এক জনের মৃত্যু হয়। বাকী দুইজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, নিহতদের পরিচয় সনাক্তে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন