ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মাদক সম্রাট বাবা ছেলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, তাদের বিচারের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

মাদক সম্রাট বাবা ছেলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, তাদের বিচারের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলার আসামি আবুল কালাম ও তার ছেলে রাকিবুল হাসান সোহাগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার কুমারখালী চরপাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ।

আজ বুধবার (২৩ জুলাই) সকালে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নজরুল ইসলাম, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, রাজ্জাক, জিয়াউর রহমান, রানা প্রমুখ অংশ নেয়।  বক্তারা বলেন, মাদক সম্রাট খ্যাত আবুল কালাম ও তার ছেলে সোহাগের কারণে কুমারখালীর যুব সমাজ ধ্বংসের মুখে।

তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, চাঁদাবাজি এবং জাল টাকা ব্যবহারের একাধিক মামলা রয়েছে। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা, ভ্যান ও পুকুরের মটর চুরি, ট্রান্সফর্মার খুলে নেওয়া এমন নানা অপরাধ তারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

নিজেদের স্বার্থে তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না বলে অভিযোগ করেন বক্তারা। অভিযুক্ত কালাম ও সোহাগ পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু