গাজায় আরও অর্ধশত ফিলিস্তিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় মঙ্গলবার গাজা উপত্যকায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গাজার বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের সোমবার উপকূলীয় এলাকায় সরে যেতে বলেছিল ইসরায়েল। তবে ওই অভিযানের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপর চালানো হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা পোড়া কাপড়, একটি লাল খেলনা ভালুকসহ ব্যক্তিগত জিনিসপত্রের দৃশ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। আল-আহলি হাসপাতালে দেখা গেছে, সাদা কাফনে মোড়া মরদেহের ওপর প্রার্থনা করছেন শোকাহত স্বজনেরা।
গত আট দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি। গাজায় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা উপত্যকার প্রায় ২৩ লাখ বাসিন্দার সবাই বাস্তুচ্যুত হয়েছেন।ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান ও বিরোধী ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়ায়ের গোলান স্থানীয় এক রেডিওতে বলেন, একটি সুস্থ রাষ্ট্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শিশু হত্যা করে না এবং জনগণকে বিতাড়িত করার নীতি অনুসরণ করে না।
আরও পড়ুনতার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। তিনি গোলানের বক্তব্যকে ‘ইহুদিবিরোধী ঘৃণ্য অপবাদ’ আখ্যা দেন। ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামিরও এক বিবৃতিতে সেনাদের মূল্যবোধ নিয়ে সন্দেহ তোলার সমালোচনা করেন। ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্ত করতেই তারা এই অভিযান চালাচ্ছে। হামাস পাল্টা দাবিতে বলেছে, যুদ্ধ বন্ধ হলে এবং বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিলে তারা জিম্মিদের ছাড়তে রাজি। খবর : রয়টার্স
মন্তব্য করুন