ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে গ্রামবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ

গাইবান্ধার সাদুল্লাপুরে গ্রামবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ। ছবি : দৈনিক করতোয়া

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামবাসীর অর্থায়নে কাঁচা রাস্তায় নির্মাণ কাজ করা হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুরের দিকে তিলকপাড়ারস্থ একদুলের দরগাহ থেকে ইউছুফ মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এই কাচা রাস্তার ওপর ইটের টুকরো ও ভাটার রাবিস বসানো হয়েছে।

এসময় তিলকপাড়া গ্রামের ইউছুফ মাস্টার, আবু তাহের হিরু, রফিকুল ইসলাম, হাসান আলী মাস্টার ও আজাদুল মাস্টার উপস্থিত থেকে বলেন, একদুলের দরগাহ থেকে ইউছুফ মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাচা রাস্তায় বর্ষা মৌসুমে কাদাপানি সৃষ্টি হয়।

এতে হাজারও মানুষ চলাচলে দুর্ভোগে পড়েন। সরকারি প্রকল্প থেকে রাস্তাটি পাকা বা হেরিং করার জন্য সংশ্লিষ্টদের কাছে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন ভুক্তভোগী জনগণ। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীর অর্থায়ন ও শ্রমে রাস্তার উপরে ইটের টুকরো ও রাবিস বসানো হয়েছে। পরবর্তীতে জনপ্রতিনিধির প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পাকাকরণের দাবি করেন ভোগান্তির শিকার মানুষেরা।

আরও পড়ুন

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও তিলকপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমি পরিষদের থাকাবস্থায় এ রাস্তাটি নির্মাণের চেষ্টায় ব্যর্থ হয়েছি। আগামীতে সরকারিভাবে যেনো পাকাকরণ করা হয় সে ব্যাপারে সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:সেনাপ্রধান

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল ট্রাক

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ