কানে রূপের দ্যুতি ছড়ালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবার হাজির শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। মঙ্গলবার (২০ মে) তার অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমা টিমের সঙ্গে লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী।
ভোগ আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, জীবনের এই বিশেষ মুহূর্তে তরুণ তাহালিয়ান ড্রেস বেছে নেন জাহ্নবী কাপুর। গোলাপী রঙের পোশাকটি জাহ্নবীর জন্য তৈরি করা হয়। ভারতের বেনারসে তৈরি করা হয় জাহ্নবীর পোশাকটি। এই স্কার্ট এবং করসেটটি আসল টিস্যু থেকে তৈরি করা হয়েছে। চলচ্চিত্র উৎসবে ভোগের সঙ্গে কথা বলেন জাহ্নবী কাপুর। এ অভিনেত্রী বলেন, আমি সবসময়ই হাইপার গ্ল্যামারাস হতে আগ্রহী। ভারতীয় ডিজাইনারের পোশাক পরে কানের মঞ্চে দাঁড়াতে পেরে গর্বিত জাহ্নবী। তার মতে, এই মঞ্চে অনেক বিশ্বতারকা ভারতীয় ডিজাইনার-কারিগরের তৈরি পোশাক পরে উপস্থিত হয়েছেন। সময় এসেছে ভারতীয় এই শিল্পীদের সামনে নিয়ে আসার।
৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এই বিশ্ব মঞ্চে জাহ্নবী কেবল শরীরি সৌন্দর্য ছড়াননি। বরং উপস্থিত দর্শকদের সঙ্গে দারুণভাবে যোগাযোগ স্থাপন করেন। সেলফির পাশাপাশি অটোগ্রাফ দেন ‘ধড়ক’ তারকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভূয়সী প্রশংসা করছেন জাহ্নবীর ভক্ত-অনুরাগীরা।
আরও পড়ুন‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমায়ও অভিষেক হয়েছে তার। ‘দেবারা’ শিরোনামের এ সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন জুনিয়র এনটিআরকে। এটি তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। বর্তমানে দুটো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন