ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

অহনা রহমান, এই সময়ের জনপ্রিয় ও নাট্যাভিনেত্রী।

অভি মঈনুদ্দীন ঃ অহনা রহমান, এই সময়ের জনপ্রিয় ও নাট্যাভিনেত্রী। গেলো ঈদে নিজের ব্যবসায় একটু বেশি মনোযোগ দেবার কারণে নাটকে তেমন অভিনয় করা হয়ে উঠেনি তার। তবে আগামী ঈদে অহনাকে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে দেখা যাবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এরইমধ্যে গতকাল পূবাইলে শেষ হলো মহিন খান পরিচালিত ‘মিশন নোয়াখালী’ নাটকের কাজ। এছাড়াও তার আগে তিনি জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কেনা জামাই’ ও ‘বউয়ের বদনাম’ নামক দুটি নাটকের কাজ’সহ জাকিউল ইসলাম রিপনের নির্দেশনায় ‘বউ শ্বাশুড়ি’ নাটকের কাজ অহনা এরইমধ্যে শেষ করেছেন। মহিন খানের কাজ শেষে তিনি আগামী কয়েকদিন জাকিউল ইসলাম রিপনের ও আদিফ হাসানের আরো দুটি নাটকের কাজ করবেন অহনা রহমান। বলা যায় বিগত বেশ কয়েকদিন ভীষণ ব্যস্ততা কেটেছে তার নাটকের কাজ নিয়ে। পাশাপাশি আগামীকিছুদিনও তার বেশ ব্যস্ততাতেই কাটবে।

অহনা রহমান বলেন,‘ গত ঈদেই বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার নিজের ব্যবসার দিকে তখন একটু বেশিই ফোকাস দিয়েছিলাম। যে কারণে গত ঈদের জন্য নাটকে কাজ করা হয়ে উঠেনি। যে কারণে আমার প্রিয় প্রিয় কয়েকজন পরিচালক আমার উপর অভিমানও করেছিলেন। তাই আগামী ঈদের জন্য বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে আমি অভিনয় করছি। এরইমধ্যে জাকিউল ইসলাম রিপন, জিয়াউদ্দিন আলম, মহিন খানের নির্দেশনায় কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। আগামী কয়েকদিনও আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হবে নাটকের কাজ নিয়েই। সত্যি বলতে কী আমার কাছে ভালো ভালো গল্পের স্ক্রিপ্ট আসে। সবসময়ই কাজ করার আগ্রহও থাকেনা। মাঝে মাঝে নিজের মতো করে থাকতে ইচ্ছে করে। যেহেতু আমার নিজের ব্যবসা আছে। তাই নিজের ব্যবসার দিকেও মনোযোগ দিতে হয়। তবে আমার সত্যিকারের পরিচয় আমি একজন অভিনেত্রী। এই দেশের দর্শক আমাকে ভালোবাসেন, তারা আমার কাজ দেখে প্রশংসা করেন, আমাকে অনুপ্রেরণা দেন-এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞত।’

আরও পড়ুন

‘শো স্টপার’ নামক একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান রয়েছে অহনার। যারসঙ্গে আরো অনেকেই যুক্ত রয়েছেন। এরইমধ্যে এই প্রতিষ্ঠানের ব্যানারে কয়েকটি সফল ইভেন্ট শেষ করেছেন অহনা রহমান। অহনার বিশ্বাস তাদের এই প্রতিষ্ঠান আগামীতে আরো বড় বড় ইভেন্ট করবে।

অহনা অভিনীত সর্বশেষ সবচেয়ে আলোচিত নাটক হচ্ছে জিয়াউদ্দিন আলমের ‘প্রবাসীর স্ত্রী’। শুধু অহনার অভিনয়ের কারণেই এই নাটক এসেছে তুমুল আলোচনায়। এই নাটকের পর নতুন করে একজন অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় এসেছেন অহনা রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী